ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

দৌলতপুরে নানা আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

দৌলতপুরে নানা আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ শুরু হয়েছে ১৪৩২ বঙ্গাব্দ। নতুন বছরের প্রথম মাসের নাম বৈশাখ। আর বৈশাখের প্রথম এই দিনটিকে বর্ষবরণ উৎসব হিসেবে পালন করে থাকেন বাংলা ভাষাভাষিসহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ।

সোমবার সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে পালিত হচ্ছে বর্ষবরণ উৎসব। দিনটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা; যা বৈশাখী মেলা হিসেবে পরিচিত।

দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উপলক্ষে সকাল ৮টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে আমতলা বৈশাখী মঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাঙ্গালির বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়।
এতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং উন্নয়ন সংস্থা অংশ নেয়। পরে পান্তা ভর্তা খাওয়া শেষে বৈশাখী মঞ্চে সংগীত পরিবশেন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীসহ অন্যান্য আমন্ত্রীত শিল্পীবৃন্দ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে নববর্ষকে বরণ করছে। এর মধ্যে পি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাসহ নাচ,গান,আবৃত্তিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং পুরস্কার প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী বলেন, “নতুন বছরে আমরা আমাদের পেছনের দুঃখ ভুলে যেতে চাই। আমরা আমাদের ঐহিত্য টিকিয়ে রাখার অঙ্গীকার করছি। আমরা চাই, দূর হয়ে যাক সব অনাচার।