
বোয়ালমারীতে দুই প্রবাসীর স্ত্রীর মৃত্যু
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল)
দুই প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী মিতু বেগম (৩২) বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিদ্যুৎ চলে গেলে আইপিএসের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায়। তার একটি কন্যা সন্তান রয়েছে।
অপরদিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের পুবিলা গ্রামের মালোশিয়া প্রবাসী ফিরদাউস মোল্যার স্ত্রী রুনা সুলতানা (২৩) পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তার একটি ছেলে সন্তান রয়েছে।
বুধবার গভীর রাতে শোয়ার ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেই। থানা পুলিশ খবর পেয়ে ভোর পৌনে ৫টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা উপপরিদর্শক এসআই শিমুল বলেন, আত্মহত্যার খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।