
ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার এক শিক্ষার্থী
বহিষ্কার
ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার এক শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার দাখিল পরীক্ষার একমাত্র কেন্দ্র রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম পরিদর্শনে গিয়ে গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজনকে বহিষ্কার করেন।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার জানান, অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালে বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাট দাখিল পরীক্ষার এক শিক্ষার্থীকে গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়।
Print [1]