ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ , আজকের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

ঘোড়াঘাটে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

ঘোড়াঘাটে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
রোববার রাতে উপজেলার রানীগঞ্জ বাজার ও বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীয়ত  হোসেন খোকন (৪০) ও ৩নং সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি মাহাবুবুর রহমান মাবু ( ৫০)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত বছরের ৪ই আগষ্ট ঘোড়াঘাট পৌরসভার বাসষ্ট্যান্ড এলাকায় ছাত্র জনতার শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানোর মামলায় তাদেরকে গ্রেপ্তার করে সোমবার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।