ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ , আজকের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

লালপুরে ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে  বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

লালপুরে ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে  বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

এ জেড সুজন, লালপুর নাটোর প্রতিনিধি: 
নাটোরের লালপুরে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিষক্রিয়ায় রাজন আলী (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাজন উপজেলার হাবিবপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
জানা গেছে, গত ১২ এপ্রিল রাজন ক্ষেতে কীটনাশক স্প্রে করতে যায়। এ সময় সে খালি পেটে মুখে মাস্ক বা কাপড় বাধেনি। খোলা মুখে কীটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় সে ক্ষেতেই ঢলে পড়ে। খবর পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬ টার দিকে তার মৃত্যু হয়।