ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০ , আজকের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

সৈয়দপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রেজা মাহমুদ, নীলফামার প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে আলোর মিছিল সামাজিক সংগঠনের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকেলে শহরের কয়াগোলাহাট এলাকায় এ খেলার উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজ।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শাহিন হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাবিয়া সুলতানা, সুভা’র সভাপতি নওশাদ আনসারী, আলোর মিছিল সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শিপন, সিনিয়র সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সুমন, ক্রীড়া সম্পাদক মো. রাজু ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্য ও সুধীজনরা। প্রথম দিনের উদ্বোধনী খেলায় আলমগীর আইটি গোলাহাট টিম টাইব্রেকারে ৩-১ ব্যবধানে মিহির একাদশ মিস্ত্রিপাড়াকে পরাজিত করে। এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। আগামী ১২ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।