
দৌলতপুরে হিজড়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ২, অপহরণের অভিযোগ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের এক গ্রুপের উপর আরেক গ্রুপের হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছে ও একজনকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ দিকে উপজেলার তারাগুনিয়া টু বৈরাগীর-চর সড়কের ফারাকপুরে ঘটনা ঘটে। এ ঘটনায় আশরাফুল ইসলাম আয়েশা হিজরা (৪৩) বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, শিপন (অঞ্জু) (৪৫) হিজড়া ভেড়ামারা থানা এলাকার হিজড়া সংগঠন এর সরদার। এদিকে আশরাফুল ইসলাম (আয়েশা) হিজড়া তার নিজ এলাকা দৌলতপুরে হিজড়াদের সংগঠন চালায়। কিন্তু শিপন হিজড়া তাদের লোকজনদের সাথে নিয়ে দৌলতপুরে এসে বিভিন্ন সময় আয়েশা হিজড়ার লোকজনদের কার্যক্রমে বাধা দেয় ও মোটা অঙ্কের চদা দাবি করে। আয়েশা হিজড়া চাঁদা দিতে অস্বিকার করায় বিভিন্ন সময় তাকে ও তার লোকজনদের প্রাণ নাশের হুমকি দেয়। এর আগেও আয়েশা হিজড়ার লোকজনদের মারধর করেছে বলে অভিযোগে উল্লেখ করেন আয়েশা হিজড়া।
এরপর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলার নওদাপাড়া বসবাসরত শিপন হিজরা (৪৫), ছায়া হিজরা (৩৫), অন্তরা হিজরা (২৯), ঋতু হিজরা (২২), মিষ্টি হিজরা (৩৪), বর্ষা হিজরা (২৬), টুম্পা হিজরা (২০), রুবিনা (৩৩) ও রুলি হিজরা (৪০), অজ্ঞাতনামা ১০/১২ জন দৌলতপুর উপজেলার ফারাকপুরে এসে তাদের উপর হামলা চালায়। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে ৬৪ হাজার টাকা মুল্যের স্বর্ণের চেইন, ৩০ হাজার টাকা মূল্যের মোবাইল, নগদ ২০ হাজার টাকা ও বিথি হিজরা (২৪) কে অপহরন করে নিয়ে চলে যায় বলে অভিযোগে বলা হয়। পরে আয়েশা হিজড়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সারাদিন বাইরে ছিলাম, হিজড়াদের ঘটনার কিছুই জানিনা।
ছবি: হামলা চলা কালে।
Print [1]