
বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় আ’লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগের ৫ নেতা গ্রেপ্তার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: আলফাডাঙ্গা থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আ”লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ যুবলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো, দাদপুর ইউনিয়ন আ’ লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান হাই (৬৩), দাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য নাজিমুদ্দিন (৪০), রূপাপাত ইউনিয়ন আ’ লীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (৪৫), রুপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরু শরীফ (৪২), রুপাপাত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টুটুল মিয়া ৩৮)। গ্রেপ্তারকৃতদের শুক্রবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ৫ নেতাকে যার যার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে আলফাডাঙ্গা থানায় পাঠানো হয়েছে। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, বোয়ালমারী বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আলফাডাঙ্গা থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় শুক্রবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।