
লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলায় আ.লীগের ২১জন নেতাকর্মী গ্রেপ্তার
সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি।
লক্ষ্মীপুরে আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গত চার আগস্ট ৪ শিক্ষার্থীকে হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শিমুল ভূইয়াসহ ও লাহার কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মুরাদ
আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৪ আগস্টে শহরের তমিজ মার্কেট ও মাদামব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা
শুক্রবার (৯ মে) গ্রেপ্তারকৃত সবাই জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিতে চার শিক্ষার্থী সাদ আলম আফনান, কাউছার হোসেন বিজয়, সাব্বির হোসেন ও ওসমান গনি নিহত হয় ‘গত ৪ আগস্টে চার শিক্ষার্থী হত্যা মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।