
রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে যারা আলোচনায়
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে চলছে আলোচনা যেকোনো সময় হতে পারে কমিটি ঘোষণা। দীর্ঘদিন আওয়ামী লীগ স্বৈরাচারী দোসরদের সাথে লড়াই করে শিক্ষার্থীদের সমর্থনে এখনো যাদের ক্যাম্পাসে রয়েছে শক্ত অবস্থান। এবং কেন্দ্রীয় ছাত্রদলের নজরে রয়েছে যারা , এবারের নির্বাচনে মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের আলোচনায় কিন্তু তারাই রয়েছেন।
দীর্ঘ আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের সময় বিভিন্নভাবে অত্যাচারিত হওয়া ছাত্রদল নেতা এদের মধ্যে যারা রয়েছেন মুড়াপাড়া কলেজ শাখার সাবেক সদস্য সচিব আকিব হাসান, সাবেক যুগ্ন আহবায়ক সালাউদ্দিন সানি , সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, সাবেক সদস্য মোঃ জলিল , সাবেক যুগ্ন আহবায়ক শামীম। মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রহিম বলেন, দীর্ঘ সময় নিষিদ্ধ ছাত্রলীগের সাথে এই কলেজে লড়াই করেছি কোন মিছিল মিটিং করতে দেয়নি তারা। বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছি, বিগত সময় দেখেছেন কিছু ভিডিও ভাইরাল রয়েছে আমাদের উপর হামলার। তাও আমরা পিছপা হয়নি । তবে যারা কলেজ শাখা ছাত্রদলের সাথে থেকেও কলেজ শাখা ছাত্রলীগের সাথে সম্পর্ক রেখেছে চলেছে তাদের কাছ থেকে শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি আরো বলেন তবে খুব শীঘ্রই নারায়ণগঞ্জ ইউনিট কমিটি ঘোষণা হবে সেখানে সঠিক মূল্যায়ন আশা করছি আমরা।