
গ্রাম আদালতের মাসিক সভা অনুষ্ঠিত
——————————————————————-
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতির বিষয়ে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয় ।
গত ১৪/০৫-২৫ ভেড়ামারা উপজেলা সভাকক্ষে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউপি সচিবদের সাথে কার্যক্রমের অগ্রগতি বিষয়ে দ্বি -মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এসময় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনার বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষানীয় দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পিছিয়ে পড়া ইউনিয়ন গুলোর চ্যালেঞ্জ ও করণীয় দিক সমূহ সভায় তুলে ধরা হয়। সেশন পরিচালনা সহযোগিতা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী গোপাল চন্দ্র সাহা। এই সময় দ্বি মসিক সভায় উপজেলায় ৬ টি ইউনিয়নের ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারি উপস্থিত ছিলেন। সভাপতি গ্রাম আদালতের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করেন।