
দৌলতপুরে বিজিবি’র অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার
নিউজ ডেস্কঃ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি’র) অভিযানে প্রায় ৪২ লক্ষ ৮০ হাজার টাকার ভারতীয় ২.০৫০ কেজি হেরোইন, ৫০ বোতল ফেন্সিডিল, ১১.২ কেজি গাঁজা, ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি আটক করা হয়।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১ টার দিকে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ মে) জেলার দৌলতপুর উপজেলার চর-চিলমারী এলাকার দক্ষিণ খারিজাথাক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি আটক করতে সক্ষম হয়।
গত ১৫ মে উপজেলার জামালপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮ কেজি গাঁজা, কাজীপুর এলাকায় ৫০ বোতল ফেন্সিডিল, আশ্রায়ন এলাকায় ২০০ গ্রাম হেরোইন এবং ৩.২০০ কেজি গাঁজা আটক করা হয়।
এছাড়াও শুক্রবার (১৬ মে) বিকাল ৫টার দিকে জেলার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে ষ্টেশনে চিলাহাটি হতে খুলনাগামী ‘‘রূপসা এক্সপ্রেস’’ ট্রেনে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১.৮৫০ কেজি হেরোইন উদ্ধার করেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ৪২ লক্ষ ৮০ হাজার টাকা। পরে আটককৃত অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ বিধি মোতাবেক দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় আটককৃত ভারতীয় হেরোইন, ফেন্সিডিল ও গাঁজা ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বিজিবি সূত্রে জানানো হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি জানান সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।