ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫ , আজকের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে গৃহবধুর আত্মহত্যা

বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে গৃহবধুর আত্মহত্যা

 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামে শনিবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে সুমাইয়া (২৩) নামের এক গৃহবধূ গলাই ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে উপজেলার বাইখির গ্রামের সিরাজুল মোল্যার স্ত্রী সুমাইয়া রাত ৮টার পরে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেই। পরে তার স্বামী সিরাজুল মোল্যা দেখতে পেয়ে বাড়ির আশপাশের লোকজনসহ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে নামিয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রাত পৌনে ৯টার দিকে পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসে।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই মহেশ অধিকারী বলেন, সিরাজুল মোল্যা তার স্ত্রী সুমাইয়াকে নিয়ে বাড়ির পাশে কাজী কেরামত আলীর বাড়িতে ভাড়া বাসায় থাকে। সিরাজুল মোল্যা একজন ভ্যানচালক। বাজার করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাত পৌনে ৮টার দিকে সিরাজুল মোল্যা মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে ঘরের বাইরে একটু হাঁটাহাঁটি করে। পরে বাড়িতে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ। এ সময় জানালা দিয়ে দেখে তার স্ত্রী ঘরের আড়ার সাথে ঝুলছে।

থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, আত্মহত্যার খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। রবিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।