ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

ভেড়ামারায় জুয়ার আস্তানা গুড়িয়ে দিলেন ওসি শেখ শহীদুল ইসলাম

ভেড়ামারায় জুয়ার আস্তানা গুড়িয়ে দিলেন ওসি শেখ শহীদুল ইসলাম

হেলাল মজুমদার  ভেড়ামারা কুষ্টিয়া
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়া ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের জাপানির পুল নামক স্থানে প্রকাশ্যেই চলতো রমরমা জুয়ার আসর। রাজনৈতিক ক্ষমতা কে কাজে লাগিয়ে বিপুল দাপটে চলতো জুয়া খেলা। এতে সর্বশান্ত হতো সাধারন মানুষ। গত রবিবার রাতে জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি আমলে নিয়ে তৎক্ষনিক সেই জুয়ার আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়ে গুড়িয়ে দেয় ভেড়ামারা থানার অফিসার  ইনচার্জ শেখ শহীদুল ইসলাম।
অভিযোগ উঠেছে, রাজনৈতিক ক্ষমতা কে কাজে লাগিয়ে, এক প্রকার দাপটের সাথেই হিড়িমদিয়া জাপানির পুল ক্যানালের পশ্চিম পাড়ে জুয়ার আসর পরিচালনা করতো স্থানীয় উজ্জল হোসেন। প্রতি রাতেই লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা হতো সেখানে। এতে সর্বশান্ত হতো সাধারন মানুষ। রাত ৯টা থেকে ভোর রাত ৩টা পর্যন্ত চলে এই জুয়া খেলা। গতকাল  রবিবার রাতে জুয়ার আসরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি বড় আকৃতির মাচার উপর বসে আছে প্রায় ১৫ জন জুয়ারু। তারা জুয়ার বোর্ডে টাকা ও কার্ড ছিটাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ৯টার দিকে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে একদল চৌকষ টীম জুয়ার আস্তানায় সাঁড়াশি অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়েই জুয়ারুরা মাচা থেকে লাফ দিয়ে এদিক  ওদিক পালিয়ে যায়। পরে মাচাটি গুড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম জানিয়েছেন, জুয়ার আস্তানার নিউজ ফেসবুকে ভাইরাল হলে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান স্যার’র নির্দেশে সঙ্গীয় র্ফোস সহ এক অভিযান চালানো হয়। এ সময় জুয়ারুরা পালিয়ে গেলে জুয়ার আস্তানাটি গুড়িয়ে দেয় থানা পুলিশ।