1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
ভেড়ামারায় পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি দাউদ "সাঃসম্পাদক ডাবলু  - dailynewsbangla
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জেলা পুলিশ এর কো-অপারেটিভ সোসাইটি এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  স্বচ্ছতা,জবাবদিহি ও নাগরিক সন্তুষ্টি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য–ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে গাজাঁ ইয়াবা বিদেশি টাকা ছোরাসহ মাদক কারবারি আটক  গরু কেলেঙ্কারি    বোয়ালমারীর সেই উপজেলা মৎস্য কর্মকর্তার বদলি বোয়ালমারীতে খেক্কর ভ্যান মুখোমুখি সংঘর্ষ একজনের মৃত্যু  বাঘায় বিভিন্ন অপরাধে আটক ১৩ জন ভেড়ামারায় পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি দাউদ “সাঃসম্পাদক ডাবলু  বোয়ালমারীতে বিআরডিপি নির্বাচনে তৃতীয়বার সভাপতি হলেন নবীর হোসেন চুন্নু লক্ষ্মীপুরে খালের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ওসি রফিকুল পেলেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ পদক

ভেড়ামারায় পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি দাউদ “সাঃসম্পাদক ডাবলু 

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫

ভেড়ামারায় পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি দাউদ “সাঃসম্পাদক ডাবলু 

হেলাল মজুমদার কুষ্টিয়া  শনিবার সকাল ১০ টার সময় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয সংলগ্ন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার দ্বি- সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাবু জয়ন্ত কুন্ড খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তিনি বলেন ৫ই আগস্ট বৈষম্য বিরোধী  ছাত্ররা অভিভাবকহীন আন্দোলন করছে তখন   আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আট  দফা দাবি থেকে এক দফা দাবিতে সারা বাংলাদেশ  দলীয়  ব্যানার ফেস্টুন বাদে  ফ্যাসিবাদী সরকারের আন্দোলনে নেমে আন্দোলনকে জোরালো এবং ত্বরান্বিত বেগবান  করেছি এই ১৫ বছরে সর্বোচ্চ ফ্যাসিস্ট  হাসিনা   সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের যেভাবে হামলা মামলা  হত্যা ঘুম খুন করেছে  এত অত্যাচারের পরেও বাংলাদেশের সর্ব বৃহত্তম দল বিএনপি দুমড়ে মুছরে যায়নি বা দেশ থেকে কোন নেতা  পালায়নি। ফ্যাসিস্ট  হাসিনা  আমার নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপরে যত নির্যাতন জুলুম চালিয়েছে তাও থেকে পালাইনি তিনি জেলে থেকে নেতাকর্মীদের মনো বলে সাহস যুগিয়েছেন। কিন্তু দুর্নীতিবাজ খুনি হাসিনা পাঁচই আগস্টে পদত্যাগ করে দেশ থেকে চোরের মত পালিয়েছে পাশের রাষ্ট্র ভারতে। আমি খুবই আনন্দিত যে আজ মনে হচ্ছে ভেড়ামারাতে বিএনপির নেতাকর্মীদের মাঝে ঈদের আমেজ বইছে।  আমি ভেড়ামারা মাসিকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ভেড়ামারাতে  উন্মুক্ত সম্মেলনের মাধ্যমে পৌর শাখার  কমিটি গঠন করা হলো।   সম্মেলন  উদ্বোধন  করেন কুতুব উদ্দিন আহমেদ আহ্বায়ক কুষ্টিয়া জেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা  অধ্যাপক শহিদুল ইসলাম  কুষ্টিয়া- ২ (ভেড়ামারা -মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি সদস্য জাতীয় নির্বাহী কমিটি, রেজা আহমেদ বাচ্চু মোল্লা সাবেক সংসদ সদস্য কুষ্টিয়ায় ১ ও সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি,ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির, প্রধান বক্তা  হিসেবে  ছিলেন প্রকৌশলী জাকির হোসেন সরকার সদস্য সচিব কুষ্টিয়া জেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম আহবায়ক ভেড়ামারা উপজেলা বিএনপি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,  শাহাজান আলী সদস্য সচিব ভেড়ামারা উপজেলা বিএনপি ও উপজেলা পরিষদের সাবেক( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান , অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ আহ্বায়ক ভেড়ামারা পৌর বিএনপি, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শফিকুল ইসলাম ডাবলু সদস্য সচিব ভেড়ামারা পৌর বিএনপি, আয়োজনে ভেড়ামারা পৌর বিএনপি। আজকের  পৌর শাখার কাউন্সিলরদের  সবার সম্মতিক্রমে  ভেড়ামারা পৌর  জাতীয়তাবাদী দল বিএনপির কমিটি গঠন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ  সভাপতি  পৌর বিএনপি হিসেবে নির্বাচিত হয়েছেন, মনিরুল ইসলাম খান সিনিয়র সহ-সভাপতি পৌর বিএনপি,  শফিকুল ইসলাম ডাবলু সাধারণ সম্পাদক পৌর বিএনপি,   শামীম রেজা সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ