স্বচ্ছতা,জবাবদিহি ও নাগরিক সন্তুষ্টি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য–ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল
মোহাম্মদ আককাস আলী : জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন,স্বচ্ছতা,জবাবদিহি ও নাগরিক সন্তুষ্টি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, হোল্ডিং খোলা, ভিপি লিজ মানি আদায় ও অনলাইন ভূমি কর প্রদানের সুবিধা নিশ্চিত করতে নওগাঁর প্রতিটি উপজেলায় শুরু হয়েছে ইউনিয়ন ভিত্তিক বিশেষ শুনানি।
তিনি বলেন, “ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ও ভোগান্তি কমাতে ইউনিয়ন পর্যায়ে এ ধরনের বিশেষ শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই মানুষ যেন ঘরে বসেই অনলাইনে ভূমি কর দিতে পারে, হোল্ডিং খুলতে পারে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই লিজ মানি পরিশোধ করতে পারে।”
তিনি আরও বলেন, “ভূমি বিষয়ক যেকোনো জটিলতা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।