জেলা পুলিশ এর কো-অপারেটিভ সোসাইটি এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আককাস আলী : বৃহস্পতিবার(২২ মে) নওগাঁ জেলা পুলিশ কো-অপারেটিভ সোসাইটি এর কার্যনির্বাহী কমিটি এবং শেয়ার হোল্ডারগণের সমন্বয়ে বার্ষিক সাধারণ অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান,পিপিএম (বার), পিএইচডি।
অনুষ্ঠানে ডিআইজি কো-অপারেটিভ সোসাইটি কর্তৃক পরিচালিত পুলিশ শপিং মল ও বিপি রেস্টুরেন্ট & ক্যাফের উন্নয়ন করা যায় সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং উপস্থিত সকল শেয়ার হোল্ডারদের মতামত গ্রহণ করেন। পরে শপিংমল পরিদর্শন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সদস্য উপস্থিত ছিলেন।