ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

ভেড়ামারায় জাতীয় পাটি কাজী( জাফর) কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ভেড়ামারায় জাতীয় পাটি কাজী( জাফর) কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হেলাল মজুমদার কুষ্টিয়া 

শুক্রবার  রাত ৮ সময় পৌর সভার  ৩ নং ব্রিজের  কাছে  জাতীয় পাটি (কাজি জাফর) ও জাতীয় যুব সংহতি ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আহসান হাবিব লিংকন  মাহাসচিব জাতীয় পার্টি কাজী (জাফর)  ও কুষ্টিয়া -২( ভেড়ামারা – মিরপুর)  আসনের সাবেক সংসদ সদস্য,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এম এ আলম চাঁদ মন্ডল সভাপতি জাতীয় পার্টি (কাজী জাফর)  উপজেলা শাখা,

সেলিম রেজা সহ সভাপতি  জাতীয় পার্টি (কাজী জাফর)  উপজেলা শাখা, মহিউদ্দিন সরদার সহ সভাপতি জাতীয় পার্টি (কাজী জাফর)  উপজেলা শাখা,অঞ্জন খন্দকার  সাধারণ সম্পাদক জাতীয় পার্টি (কাজী জাফর) উপজেলা শাখা, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেলাল হোসেন সভাপতি জাতীয় যুব সংহতি ভেড়ামারা পৌর শাখা,লিটন আলী সহ-সভাপতি জাতীয় যুব সংহতি ভেড়ামারা উপজেলা শাখা,আসিফ আলী সহ সভাপতি জাতীয় যুব সংহতি উপজেলা শাখা,তাজুল ইসলাম সাধারণ সম্পাদক জাতীয় যুব সংহতি  উপজেলা শাখা, সোহাগ আলী যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় যুব সংহতি উপজেলা শাখা,মিনহাজুল হক মিন্টু যুগ্ন সাধারণ সম্পাদক জাতীয় যুব সংহতি  উপজেলা শাখা,তাজিম যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় যুব সংহতি  উপজেলা শাখা, অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন মোস্তাফিজুর রহমান (মুরাদ) সভাপতি জাতীয় যুব সংহতি   উপজেলা শাখা, অনুষ্ঠান সঞ্চালনায়  ছিলেন সুমন বিশ্বাস  সাধারণ সম্পাদক জাতীয় যুব সংহতি পৌর শাখা।