ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ , আজকের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

দৌলতপুরে অবৈধ ট্রলির ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

হেলাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ট্রলির ধাক্কায় মটর সাইকেল আরোহী মামুন হোসেন (২১) নিহত হয়েছে । এসময় গুরুতর আহত হয়েছে ট্রলির হেলপার শাওন। নিহত মামুন উপজেলার মাছদিয়ার গ্রামের মুনসাদ মুন্সির ছেলে।মঙ্গলবার সকালে হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এদূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আহত একজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

zএলাকাবাসী জানান, সকাল ৯টায় মাছদিয়ার থেকে মটর সাইকেলযোগে কল্যাণপুর আসার পথে কল্যাণপুর বিল্লাল এর আম বাগানের নিকট ইট ভর্তি ট্রলির সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মামুন নিহত হন। গুরুতর আহত হন আরো একজন। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জহুরুল আলম জানান, ঘাতক অবৈধ ট্রলিটি আটক করা হয়েছে। এর চালক পালিয়ে গেছে। তবে চালককে আটকের বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।