1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
ভেড়ামারায় কাস্টমসের অভিযানে বিপুল পরিমাণের নকল বিড়ি জব্দ - dailynewsbangla
রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

ভেড়ামারায় কাস্টমসের অভিযানে বিপুল পরিমাণের নকল বিড়ি জব্দ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫

ভেড়ামারায় কাস্টমসের অভিযানে বিপুল পরিমাণের নকল বিড়ি জব্দ

হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায়  বিপুর পরিমাণের নকল ব্যান্ডোল যুক্ত বিভিন্ন ব্র্যান্ডের বিড়ি জব্দ করেছে
ভেড়ামারা  কাস্টমস এক্সইজ ভ্যাট সার্কেল -২
সরকারের শুলকো ফাঁকি দিয়ে এইসব ব্যান্ডে।ল যুক্ত নকল বিড়ি দেশের বিভিন্ন গ্রামগঞ্জে সরবরাহ করার উদ্দেশ্যে এক জায়গায় করতেছিলো বলে জানিয়েছেন ভেড়ামার। এক্সইজ ও ভ্যাট সার্কেল-২ রাজস্ব কর্মকর্তা পুলক কান্তি  দাস ।
রবিবার ২৫ শে মে দুপুর তিনটার সময় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের জগশ্বর গ্রামের চেয়ারম্যান পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণের নকল ব্যান্ডোল যুক্ত নকল আকিজ বিড়ি ২ লক্ষ বিশ  হাজার শলাকা, এছাড়াও নকল বেন্ডোল যুক্ত সাহেব বিড়ি, নিউ কল্পনা বিড়ি, মিষ্টি বিড়ি, মুরাদ বিড়ি, করিম বিড়ি,রিয়া বিড়ি, জব্দ করেছে ভেড়ামারা কাস্টমস এক্সইজ ভ্যাট  সার্কেল-২  কর্মকর্তারা । এইসব বিড়ির  বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এছাড়াও জব্দকৃত   নকল বিড়ির ফিল্টার কাগজ, লেভেল পট্টি, প্যাকেজিং কাগজ, তামাক, সহ বিড়ি তৈরীর  সরঞ্জাম জব্দ করেছে। ভেড়ামারা কাস্টমস এক্সইজ ভ্যাট সার্কেল -২  রাজস্ব কর্মকর্তা পুলক কান্তি দাস সাংবাদিকদের জানান, আজকে যে সকল নকল ব্যান্ডোর যুক্ত  বিড়ি ও বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।  এরা দীর্ঘদিন ধরে এসকল ব্যান্ডোল যুক্ত নকল বিড়ি তৈরি করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে জাল বেন্ডোল ব্যবহার করে ব্যবসা চালিয়ে  আসছিলো। এই ধরনের অভিযান চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন আলতাফুর  রহমান  সহকারী রাজস্ব কর্মকর্তা সার্কেল -২, আব্দুল হান্নান সহকারী  রাজস্ব কর্মকর্তা সার্কেল -২, সৌরভ চাকমা সহকারী রাজস্ব কর্মকর্তা সার্কেল -২,রাশেদুল ইসলাম সহকারী রাজস্ব কর্মকর্তা সার্কেল-২,

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ