ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ভেড়ামারায় জনসেবা মৎস্যজীবীর উদ্যোগে মাছ নদীতে  অবমুক্ত

ভেড়ামারায় জনসেবা মৎস্যজীবীর উদ্যোগে মাছ নদীতে  অবমুক্ত

হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ভগিরদহ  জল মহালে বিভিন্ন প্রজাতির মাছ নদীতে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার সকাল ১১  টার সময় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ভগিরদহ জল মহালে মানিকের বাঁধ হতে তাজপুর ব্রিজ পর্যন্ত ভেড়ামারা জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতি লি: উদ্যোগে বাংলা ১৪৩২ সনের পহেলা বৈশাখ থেকে ১৪৩৪ সনের ৩০ শে চৈত্র ৩ বছরের জন্য খুলনা বিভাগীয় কমিশনার এর অনুমোদনের প্রেক্ষিতে মুমতাহিন পুথুলা রেভিনিউ ডেপুটি কালেক্টরে কুষ্টিয়া মাধ্যমে  ৩ বছরের জন্য কামরুজ্জামান সভাপতি জনসেবা মৎস্যজীবী   সমিতি লিমিটেড এর পক্ষে লিজ প্রদান করেন।সমিতির  সভাপতি কামরুজ্জামান সহ মৎস্য সমিতির সদস্যদের উপস্থিতিতে ভগিরদহ  জল মহালে লিজকৃত নদীতে বিভিন্ন প্রজাতির মাছ নদীতে অবমুক্ত করা হয়।