ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বোয়ালমারীতে সেনা সদস্যকে মারধর  দস্যুতা মামলার আসামি মাদকসহ গ্রেফতার 

বোয়ালমারীতে সেনা সদস্যকে মারধর 

দস্যুতা মামলার আসামি মাদকসহ গ্রেফতার 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক সেনা সদস্যকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার (২৬ মে)  মামলা হয়েছে। মামলা নাম্বর (২৮)।

মামলার পর পুলিশ এ জাহার নামীয় আসামী মিরাজ বিশ্বাস (২২) ও আল আমিনকে (২২) গ্রেফতার করে। এ সময় আসামিদের কাছ থেকে ৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। ইয়াবা বডি উদ্ধারের ঘটনায় এসআই রাজা মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরাজ বিশ্বাস ও আল আমিনকে আসামি করে মামলা করেন। মামলা নম্বর (২৯)।

আসামিদের মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামের নুর আলম মুন্সির ছেলে শহিদুল মুন্সী সেনা সদস্য। সে গত ২৯ এপ্রিল ১ মাসের ছুটিতে আসে। গত (২৫ মে)

শহিদুল মুন্সী রাত সাড়ে ৯টার দিকে কাদেরদী বাজারে যাওয়ার উদ্দেশ্যে তার পালসার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। কাদিরদী কলেজের পাশে তেলের পাম্পের সামনে পাকা রাস্তার উপর পৌছলে কাদেরদী গ্রামের মিরাজ বিশ্বাস (২২), মো. আল-আমিন (২২), অনিক (২১) ও তুষার (২০) তার গতি রোধ করে তাকে মারধর করে মোটরসাইকেল, অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ডেবিট কার্ড, মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় সোমবার ২৬ মে শহিদুল মুন্সির বাবা নুর আলম মুন্সী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় দস্যুতার মামলা দেয়। মামলার পর তদন্ত কর্মকর্তা এসআই শিমুল আসামি মিরাজ বিশ্বাস ও আল আমিনকে থানার সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা মোটরসাইকেল ও তাদের পকেটে থাকা ৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে।

থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, কাদিরদী এলাকায় এক সেনা সদস্যকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় দস্যুতার মামলা হয়েছে। মামলার এজাহার নামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় ওই দুই আসামির কাছ থেকে ৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত ২ আসামীকে মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।