ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ , আজকের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৫ বোতল এসকাফ ও ফেনসিডিল সহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে সদর থানাধীন আনন্দ বাজার এলাকা হতে ভারতীয় তৈরি ১০৫ বোতল এসকাফ এবং ৯০ বোতল ফেনসিডিলসহ ১| মোঃ আক্তার হোসেন(২৫) পিতা- মোঃ ইসমাইল হোসেন সাং- কামালপুর থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া ২| মোঃ আরিফুল ইসলাম(২৮) পিতা- মৃত আলি মিয়া সাং- দক্ষিণ পৈরতলা থানা- সদর জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে হাতেনাতে আটক করা হয়।

এছাড়া ৩| মোঃ রিপন মিয়া(৩৮) পিতা- মৃত এলু মিয়া সাং- কামালমুড়া থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া ৪| শান্ত বণিক(৩৮) পিতা- মৃত সঞ্জু বণিক সাং- কাজীপাড়া থানা- সদর জেলা- ব্রাহ্মণবাড়িয়া পলাতক রয়েছে। এব্যাপারে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালম মু: মিজানুর রহমান (ভারপ্রাপ্ত) জানান মাদক বিরোধি অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের বিত্তিতে মালামাল সহ আসামীদের গ্রেফতার করিতে সম্মত হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।