ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

লক্ষ্মীপুরে পালিত হোলো বিশ্ব দুগ্ধ দিবস -২০২৫

লক্ষ্মীপুরে পালিত হোলো বিশ্ব দুগ্ধ দিবস -২০২৫

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি। দুগ্ধের অপর শক্তিতে মেতে উঠি একসাথে এ শ্লোগানকে সামনে রেখে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় জেলা প্রাণী সম্পদ দপ্তরের বাস্তবায়নে লক্ষ্মীপুরে পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস -২০২৫ । ১লা জুন রবিবার সকাল ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার থেকে সরাসরি স্মারকলিপি গ্রহণ করেন উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদাউস হীরা আলোচনা সভা,সাংষ্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হন সবাই । এ সময় জেলা প্রাণিসম্পদ ডাঃ কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন আবুল হাসান শাহীন। এলজিইডির লক্ষ্মীপুর জেলার নির্বাহী প্রকৌশলী মো: ইকরামুল হক উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: আক্তারুজ্জামান, লক্ষ্মীপুর জেলা ডেইলি ফার্ম এসোসিয়েশনের সভাপতি হাজ্বী মো: আনোয়ার হোসেন সেলিমসহ প্রমূখ। দিবসটিতে জেলার বিভিন্ন জায়গা থেকে খামারি এবং ডেইরি খামারিরা উপস্থিত ছিলেন । প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, সুস্থ থাকতে প্রতিদিন এক গ্লাস দুধ পান করতে হবে। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দুধের কোন বিকল্প নেই।