ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

৯৯৯ফোন পেয়ে ২লাখ টাকার জাল পুরিয়ে ধ্বংস নৌপুলিশের

৯৯৯ফোন পেয়ে ২লাখ টাকার জাল পুরিয়ে ধ্বংস নৌপুলিশের

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলা বৃহস্পতিবার নৌপুলিশ ফাঁড়ি ৯৯৯ এর ফোন পেয়ে ২লাখ টাকার জাল জব্দ করে পুরিয়ে ধ্বংস করেছে। নৌপুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বৃগহস্পতিবার সন্ধ্যায় ৯৯৯ এর ফোন পেয়ে অবৈধ রাক্ষুসে বাঁধা জাল জব্দের অভিযানে যায় উপজেলা নৌপুলিশ ফাঁড়ি। উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর গোলখালী নামক স্থানের নদীতে অবৈধ রাক্ষুসে বাঁধা জাল দিয়ে মৎস্যস্বীকার করে জেলেরা। পরে নৌপুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক (এসআই) আহাদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে অবৈধ রাক্ষুসে বাঁধা জাল জব্দ করে জনসম্মুখে পুরিয়ে ফেলা হয়। এ সময় কাউকে আটক করা হয়নি। দশমিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদাউস জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ৯৯৯ ফোন পেয়ে তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে গোলখালী নাম স্থানের নদী থেকে একটি রাক্ষুসে বাঁধা জাল জব্দ করা হয়। জালটি হাজিহাট নামক স্থানে পুরিয়ে ফেলা হয়।