1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দৌলতপুরে সাংবাদিকদের সঙ্গে ছাত্রদল নেতা হাসনাইন নাহিয়ান সজীবের মতবিনিময় - dailynewsbangla
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

দৌলতপুরে সাংবাদিকদের সঙ্গে ছাত্রদল নেতা হাসনাইন নাহিয়ান সজীবের মতবিনিময়

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫

দৌলতপুরে সাংবাদিকদের সঙ্গে ছাত্রদল নেতা হাসনাইন নাহিয়ান সজীবের মতবিনিময়

 দৌলতপুর, কুষ্টিয়া প্রতিনিধিঃ
দৌলতপুর উপজেলার বিভিন্ন অসংগতি, সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: হাসনাইন নাহিয়ান সজীব।

শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১ টায় দৌলতপুর গ্লোবাল ফুড এর একটি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার কর্মরত প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় হাসনাইন নাহিয়ান সজীব বলেন,
“দৌলতপুরের উন্নয়নের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে আমাদের তরুণ প্রজন্ম, সাংবাদিক সমাজ এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রয়াসে আমরা এই সীমাবদ্ধতাগুলো দূর করতে পারি। আমি বিশ্বাস করি, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য তুলে ধরবেন এবং আমাদের এলাকাকে এগিয়ে নিতে পাশে থাকবেন।”

তিনি আরও বলেন,
“শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে স্থানীয় পর্যায়ে যে সকল সমস্যা রয়েছে, তা নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা শুরু করেছি। আজকের এই মতবিনিময় সভা আমাদের কাজকে আরও সুসংগঠিত করতে সহায়তা করবে।”

সাংবাদিকরা স্থানীয় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং গঠনমূলক আলোচনায় অংশ নেন। তারা বলেন, রাজনৈতিক নেতাদের এমন ইতিবাচক উদ্যোগ আগামী দিনে এলাকার মানুষের কল্যাণে কাজ করবে।

সভাটি সঞ্চালনা করেন প্রবিণ সাংবাদিক আব্দুর রাজ্জাক।
সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মো: হাসনাইন নাহিয়ান সজীব।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ