দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় বহরমপুর ইউনিয়নের এক বাক প্রতিবন্ধির টাকা আত্মসাৎ করায় সংরক্ষিত মহিলা মেম্বার এর বিরুদ্ধে দশমিনা সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা। মামলার বিবরনে জানাজায় দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে মেহেদি হাসান রনি দশমিনা উপজেলা সমাজ সেবা বিভাগে বাক প্রতিবন্ধি তালিকায় অন্তভূক্ত হয়।
যাহার আইডি নং-২০০৮৭৮১৫২২১১০১৩৮৯-০৫,ভাতা পরিষদ বই নং-১৫৬৩,অগ্রনী ব্যাংক দশমিনা শাখার হিসাব নং-১৯৩,গত জুলাই ২০১৯ ইং সন থেকে জুন ২০২০ইং সন পর্যন্ত ৯,০০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন বহরমপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার (১,২,৩) মোসাঃ করিমজান বেগম। মোসাঃকরিমজান বেগম মেহেদি হাসান রনির নামের স্থানে তার ছেলের নাম ব্যবহার করে উক্ত টাকা উত্তোলন করেন। দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলাটি তদন্তকরে প্রতিবেদনের দেয়ার জন্য ওসি দশমিনা থানাকে নির্দেশ প্রদান করেন।