ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

দশমিনায় চাঞ্চ্যকর হত্যামামলার আসামি গ্রেফতার

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলার বাশঁবাড়ীয়া গ্রামের ১৯ নভেম্বর রাত ৪ ঘটিকার সময় মোঃ নাসরুল আলমকে জবাই করে হত্যাকরা হয়। হত্যার পর থেকে পলাতক বড়ছেলে মোঃইমরান(২৪)। মোঃইমরানকে প্রধান আসামি করে ছোট ছেলে মোঃইলিয়াস বাদী হয়ে দশমিনা থানায় হত্যামামলা দায়ের করে। সিনিয়র পুলিশ সুপার গলাচিপা সার্কেল,মোঃ ফারুখ হোসন মোবাইল ট্রাকিং এর মাধ্যমে গত ২২ নভেম্বর বিকেলে আটক করা হয় ঢাকা শাহজাহান পুর থেকে মোঃ ইমরানকে।

উপ-পরিদর্শক(তদন্ত)মোঃসালাম মোল্লা প্রধান আসামি মোঃইমরানকে ২৩নভেম্বর সন্ধ্যায় দশমিনা থানায় নিয়ে আসে। অতিরিক্ত পুলিশ সুপার সদর ও বাউফল সার্কেল,মোঃবেলাল হোসেন, সিনিয়র পুলিশ সুপার গলাচিপা সার্কেল,মোঃ ফারুখ হোসেন,অফিসার ইনচার্জ দশমিনা থানা, মোঃজসীম সহ পুলিশ টিম মোঃ ইমরান হোসেনকে রাত আনুমানিক ৮ ঘটিকার সময় ঘটনা স্থল(বাড়ী) নিয়ে যায় হত্যায় ব্যবহারিত দা,রক্তমাখা লুঙ্গি বসত ঘরের পটাতন থেকে উদ্ধার করা হয়।

প্রধান আসামি মোঃইমরান হোসেন পিতাকে হত্যাকরার কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ দশমিনা থানা,মোঃজসীম। হত্যামামলার বাদী ইলিয়াস বলেন আমার বাবার হত্যাকারির ফাঁসি চাই। জাহাতে আমার বড় ভাইর মতো সন্তানের হাতে নির্মম ভাবে কোন পিতাকে
জবাই হতে না হয়।