1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
৯ বছর করণিক পদে চাকুরী করে কোটি টাকার বাড়ি অর্ধকোটি টাকার সম্পত্তির মালিক - dailynewsbangla
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পরিচ্ছন্নতার নামে বোয়ালমারী সরকারি কলেজের গাছের বড় বড় ডাল কর্তন দৌলতপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচিতে ভার্চুয়াল শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই ‘জুলাই পুনর্জাগরণ’ সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান ও আলোচনা সভা বরেন্দ্র অঞ্চলে পুরুষ-নারী শ্রমিক একই কাজ করলেও বেতনের বৈষম্য  বোয়ালমারীতে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে মামলা, গ্রেপ্তার ১ মাইলস্টোন ট্র্যাজেডি” আলফাডাঙ্গায় গ্রামের বাড়িতে রাইসার দাফন সম্পন্ন লক্ষীপুর চররুহিতা ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল সভাপতি প্রার্থী নূর হোসেন চৌধুরী আরজু আমাদের  সন্তানদের সামাজিক ও পারিবারিক সুশাসনের খুবই প্রয়োজন – ডিসি তৌফিকুর রহমান দৌলতপুরে জমি নিয়ে বিরোধ: ভাইয়ের হামলায় বোন ও ভাগ্নে গুরুতর আহত, বিচারের দাবিতে মানববন্ধন রূপগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

৯ বছর করণিক পদে চাকুরী করে কোটি টাকার বাড়ি অর্ধকোটি টাকার সম্পত্তির মালিক

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

৯ বছর করণিক পদে চাকুরী করে কোটি টাকার বাড়ি অর্ধকোটি টাকার সম্পত্তির মালিক 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ পেট্রুলিয়াম কর্পোরেশন কোম্পানীর কিলার্ক পদে ৯ বছর চাকুরী করে কোটি টাকার আলিশান বাড়ি নির্মাণ করেন এবং অর্ধকোটি টাকার জমি রেখেছেন।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর গ্রামের ইমান ফকিরের ছেলে বদরুল ফকির মাত্র ৯ বছর বাংলাদেশ পেট্রুলিয়াম কোম্পানীতে চাকুরী ক রে কোটি টাকার বাড়ি নির্মাণ করেন এবং অর্ধকোটি টাকার জমি রেখেছেন।

সরজমিন গিয়ে জানা যায়, ২০১৪ সালে বদরুল ফকির বাংলাদেশ পেট্রুলিয়াম কোম্পানীতে কিলার্ক পদে চাকুরী পায়। চাকুরী পাওয়ার পর ৮ বছরের মাথায় গত বছর কালিনগর রুপাপাত ময়েনদিয়া সড়কের পাশে কালিনগর গ্রামে কবিতা চক্রবর্তীর ৪৩ শতক জমি জোরপূর্বক দখল করে কোটি টাকার আলিশান বিল্ডিং করেন। কবিতা চক্রবর্তী দেবর কৃষ্ণ চক্রবর্তী ওই জমির উপর ১৪৪ ধারা জারি করলে বদরুল ফকির ও তার ভাই কৃষ্ণ চক্রবর্তীকে মারধর করে বলে অভিযোগ করেন কৃষ্ণ চক্রবর্তী। ওই জমি নিয়ে সরকার পক্ষের সাথে কৃষ্ণ চক্রবর্তীর মামলাও চলতেছে।

কালিনগর গ্রামের বিএনপি নেতা কামরুল ফকির জানান, বদরুল ফকির আ’ লীগ সমর্থিত পরিবারের হাওয়াই ২০১৪ সালে বাংলাদেশ পেট্রুলিয়াম কর্পোরেশন কোম্পানিতে করণিক পদে চাকুরী নেয়। চাকুরী নেওয়ার পর মাত্র ৯ বছরে কোটি টাকার আলিশান বাড়ি নির্মাণ করেছে , অর্ধ কোটি টাকার জমি রেখেছে।সংখ্যালঘু কবিতা চক্রবর্তীর জায়গা জোর পূর্বক দখল করে। তারা বাধা দিতে গেলে তাদের মারধর করে তাড়িয়ে দেয়। ওই জোরপূর্বক দখল করা জমিতে কোটি টাকার বাড়ি করেছে। বদরুল ফকিরের এত টাকার উৎস কি?

কামরুল ফকির আরো বলেন, আমরা যারা বিএনপি করি আ’লীগের আমলে দলীয় প্রভাব খাটিয়ে আমাদের বিপদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বদরুল ফকির ও তার ভাই। কৃষ্ণ চক্রবর্তী বলেন, যে জমিতে বদরুল ফকির কোটি টাকার বাড়ি করেছেন ওই জমি নিয়ে সরকার পক্ষের সাথে আদালতে মামলা চলছে। ওই জমিতে বদরুল ফকির বিল্ডিং করার সময় আমি বাধা দিলে আমাকে মারধর করে। পরে আমি আদালতে ১৪৪ ধারা জারি করি। তারা আ’লীগ করে সেই জোরে আমার মতন সংখ্যালঘুকে মারধর করে জোরপূর্বক আমাদের জায়গায় বিল্ডিং করেছেন।

বদরুল ফকির বলেন, আমি ৩০ লক্ষ টাকা লোন করে বাড়ি করেছি। কোটি টাকা দিয়ে বাড়ি নির্মাণ ও অর্ধকোটি টাকা দিয়ে জমি রেখেছেন এ প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। তিনি আরো বলেন, আমাদের অনেক শত্রু আছে। জমি জমা নিয়ে বিরোধ আছে আমাদের সাথে যার কারণে অনেকে অনেক কথা বলছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ