ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ভেড়ামারায় সেনাবাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও ককটেল বোমা উদ্ধার

ভেড়ামারায় সেনাবাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও ককটেল বোমা উদ্ধার

 

হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়া ভেড়ামারায় সেনাবাহিনী পৃথক দুটি অভিযান চালিয়ে ১টি ইতালির তৈরি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং দুটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। রবিবার উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে ও মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী সূত্রে জানাগেছে, এ অভিযানে সাতবাড়িয়া গ্রামে গত ১৭জুন বিএনপি’র ২ গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনায় জড়িত মূল আসামি মাসুম রেজা লালন (৪৫) এর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ইতালির তৈরি ১টি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানের পূর্বে আসামিরা পালিয়ে যায়। এছাড়াও মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের ওহিদুল ইসলাম মেম্বর (৫৪) এর বাড়িতে আরেকটি অভিযান চালিয়ে কবুতরের ঘর থেকে ২টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন লামইয়ানুল (রওশন আরা রেজিঃ) নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করেন।