ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ভেড়ামারায় বিষ প্রয়োগ করে মাছ ধরা কেন্দ্র করে অভিযোগ জমা

ভেড়ামারায় বিষ প্রয়োগ করে মাছ ধরা কেন্দ্র করে অভিযোগ জমা

 

হেলাল মজুমদার কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিতভাবে অভিযোগ আজ মঙ্গলবার ২৪ শে জুন তারিখে জমা দেন জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যগণ। তারা বলেন, গতকাল সোমবার ইং-২৩/০৬/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় ভেড়ামারা উপজেলাধীন ধরমপুর ইউনিয়নস্থ মানিকের বাঁধ হইতে জুনিয়াদহ ইউনিয়নস্থ জগশ্বর ব্রীজ পর্যন্ত লিজকৃত ও চাষকৃত ভোগেরদহ জলমহলে বিষ/তামাকের গর্দা প্রয়োগ করে বেআইনী ও জোরপূর্বকভাবে মৎস্য আহরণ করে। যাহা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী যেকোনো ছোট বড় জলাধারে যেকোনো প্রকার বিষ প্রয়োগের মাধ্যমে মৎস্য আহরণ আইনত দন্ডনীয় অপরাধ। আইনে বলা আছে বিষ প্রয়োগ ও পানি শুকিয়ে মাছ আহরণ করা যাবে না। কামরুজ্জামান (৫৩), পিতা-মৃত জামাত আলী মালিথা, সাং-মণ্ডলাহাবাসপুর (ওয়ার্ড নং-০৭) সহ অনেকেই ঘটনা দেখে ও শুনে। বিষয়টি নিয়ে জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে উল্লেখিত ঘটনার বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের নামে যথাক্রমে ০১। মোঃ আসাদুজ্জামান মিঠু (৪৫), পিতা-মৃত আফসার আলী, সাং-রামচন্দ্রপুর, ধরমপুর, ০২। মোঃ রবিউল সরকার (৫৬), পিতা-মৃত ছের আলী দফাদর, সাং-সাতবাড়িয়া (উত্তরভবানীপুর), ধরমপুর, ০৩। মোঃ জাইদুল (২৮), পিতা-মোঃ পিয়ার আলী, ০৪। মোঃ বাইজিদ (৪০), পিতা-মৃত রাহাত উল্লাহ, উভয়সাং-নবগঙ্গা, ধরমপুর, ০৫। মোঃ রবিউল ইসলাম (৩৮), পিতা-মৃত ওয়াজ প্রামানিক, ০৬। মোঃ কাজল গাজী (৩০), পিতা-মোঃ সৈয়দ হোসেন গাজী, উভয়সাং-মওলাহাবাসপুর, জুনিয়াদহ, সর্বউপজেলা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া নামে অভিযোগ জমা দেন।