ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

অর্থ আত্মসাতের দায়ে কুষ্টিয়া কারাগারের জেলার বরখাস্ত

অর্থ আত্মসাতের দায়ে কুষ্টিয়া কারাগারের জেলার বরখাস্ত

হেলাল মজুমদার কুষ্টিয়াঃ  সরকারি অর্থ আত্মসাতের দায়ে কুষ্টিয়া কারাগারের জেলার আব্দুল ফাত্তাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৫ জুন) রাতে বিষয়টি জানাজানি হয়। উপসচিব মো. হাফিজ আল আজাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, পঞ্চগড় কারাগারের জেলারের দায়িত্বে থাকার সময়ে আব্দুল ফাত্তাহর বিরুদ্ধে প্রায় এক কোটি ২০ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পরে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।

কারাগার সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের কারাগারের জেলার থাকার সময় আব্দুল ফাত্তাহ জেল বন্দিদের খাবার সরবরাহে ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে বিল ভাউচার জমা দিয়ে প্রায় এক কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এই বিষয়টি তদন্তে প্রমাণিত হলে তাকে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়।