ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ , আজকের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বোয়ালমারীতে মাদক কারবারি আটক

বোয়ালমারীতে মাদক কারবারি আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহ ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে সোমবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ৮০ পিস ইয়াবা বড়িসহ মোশাররফ হোসেন (৪৬) নামের এক মাদক কারবাড়িকে আটক করেছে পুলিশ। ওই মাদক কারবাড়ি চন্দনী গ্রামের আবু সাহিদের ছেলে। আটকের ঘটনায় এসআই শিমুল বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১।

থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানা পুলিশ অভিযান চালিয়ে মোশাররফকে তার নিজ বাড়ি  থেকে আটক করে। আটকের পর তার সোয়ার ঘর থেকে ৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চন্দনী গ্রামে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা বড়িসহ মাদক কারবাড়ি মোশাররফকে আটক করা হয়েছে। তার নামে মাদক মামলা হয়েছে। আসামিকে মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।