ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তুলার বীজ বিতরন

দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তুলার বীজ বিতরন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ মৌসুমে তুলার আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনার আওতায় দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তুলার বীজ, রাসায়নিক সার, বালাইনাশক ও বৃদ্ধি নিয়ন্ত্রক বিতরন করেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার ধর্মদহ গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কুষ্টিয়া  শেখ আল মামুন , উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন এ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের তুলার বীজ রাসায়নিক সার ও বালায় নাশক সরকার বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলার আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রদান করছেন।

এবছর জেলা ব্যাপী ২০৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার আওতায় তুলার বিজ রাসায়নিক সার বিভিন্ন ধরনের কীটনাশক প্রদান করা হবে। এরমধ্যে দৌলতপুর উপজেলাতেই ১৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে তোলার বীজ রাসায়নিক সার ও বিভিন্ন ধরনের কীটনাশক প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে তুলা উন্নয়ন কর্মকর্তা কুষ্টিয়া আহাম্মদ হোসেন, কুষ্টিয়া জোনাল ইউনিট অফিসার মো. সাইফুল ইসলাম সহ স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।