
বোয়ালমারীতে পরিবারের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের সুকদেবনগর গ্রামে পরিবারের সাথে অভিমান করে রাকিবুল হাসান (২১) নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ওই যুবকের দুই বছরে একটি ছেলে রয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে জিডি মূলে শুক্রবার ( ১১ জুলাই) সন্ধ্যায় ফরিদপুর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই রাজিব মিয়া বলেন, রাকিবুল হাসান পেশায় একজন কৃষক। তেমন কাজকর্ম না করে মোবাইল ফোনে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো। এ সকল কিছু নিয়ে তার পরিবারের সাথে ঝগড়াঝাটি হয়।
ঝগড়ার পরে অভিমান করে শুক্রবার দুপুরের দিকে সোয়ার ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সন্ধ্যায় জিডি মূলে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।