
ভেড়ামারায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
হেলাল মজুমদার কুষ্টিয়া
ভেড়ামারা বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা পরিষদের হল রুমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
এবারের প্রতিপাদ্য হচ্ছে ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুন্যের ক্ষমতায়ন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ভেড়ামারা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মিজানুর রহমান ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা: এস এম আসিফ সিদ্দিক মেডিকেল অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বক্তব্য রাখেন এমদাদুল হক বিশ্বাস অফিসার উপজেলা সমাজসেবা,নাজবিন আক্তার উপজেলা সমবায় অফিসার, আশফাকুর রহমান উপজেলা কৃষি অফিসার ( ভারপ্রাপ্ত), জালাল উদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ইপিআই জুনিয়াদহ ইউনিয়ন, আব্দুল মান্নান সভাপতি ভেড়ামারা প্রেসক্লাব, ফরিদা ইয়াসমিন, প্রমুখ
অনুষ্ঠানের একপ্রতিবছরের ন্যায় এ বছরেও ছয়টি ক্যাটাগরিতে মাঠ পর্যায়ে পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, এস এ সি এম ও, শ্রেষ্ঠ সেবা কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন কে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।