ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ , আজকের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

রাণীশংকৈলে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার

মাহাবুব আলম রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গত ২৫ নভেম্বর রাতে ইয়াবা ব্যবসায়ি রবিউল ইসলাম (২৫)কে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। রবিউল উপজেলার রাজোর গ্রামের গাজি রহমানের ছেলে। থানাসুত্র মতে জানা যায় গতকাল বুধবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিউলকে রাজোর গ্রামের ধনিবুল্লা”র পুকুরের দক্ষিণ পাশে কাতিহার যাওয়ার পথে পাকা রাস্তা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এদিন রাতেই এ নিয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়। পরদিন ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়। থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।