ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফিলিপনগরে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করলেন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ খাজা আহমেদ

ফিলিপনগরে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করলেন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ খাজা আহমেদ

রাফসান বিশেষ প্রতিনিধি:
পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পাঁচ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃক্ষচারা বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মাদ খাজা আহমেদ।

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নুরুন্নাহার হীরা এবং শিক্ষক মাহবুবুর রহমান।

এর আগে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও পৃথকভাবে গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি ও গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।

মুহাম্মাদ খাজা আহমেদ বলেন, “জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। গাছ লাগানো মানেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী তৈরি করা।”

এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।