
দৌলতপুরে সেচ্ছাসেবকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
ষড়যন্ত্র বাদ দিয়ে ভোটের মাঠে আসুন জনপ্রিয়তা প্রমান হবে: বাচ্চু মোল্লা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুটুক্তিমুলক মন্তব্যের প্রতিবাদে উপজেলা সেচ্ছাসবকদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসবকদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহনে রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে থানা বাজারে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
দৌলতপুর থানার সামনে এ সময় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল বিএনপি। বাংলাদেশ স্বাধীনের পর থেকে বিএনপি একাধিকবার জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এসে সফল ভাবে দেশ পরিচালনা করেছেন। ফ্যাসিষ্ট হাসিনা বিগত ১৭ বছর গুম, খুন, নির্যাতন করেও বিএনপিকে দাবিয়ে রাখতে পারেনি। আগামীতেও বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। যাদের নাক চিপলে দুধ বের হয় সেই এনসিপি ও স্বাধীনতা বিরোধী জামাত সরকারের ছত্রছায়ায় বসে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেকে নিয়ে কুটুক্তিমুলক মন্তব্য করছেন। আমরা এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে এসব কুটুক্তির কড়া প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও নেতাদের বিরুদ্ধে কুটুক্তি না করে এনসিপি ও জামাত নেতারা নির্বাচনে ভোটের মাঠে আসুন। জনগণের কাছে কোন দলের জনপ্রিয়তা বেশি তা প্রমান হয়ে যাবে।
রেজা আহমেদ বাচ্চু বলেন, জুলাই আগষ্টে ছাত্ররা স্বৈরাচার হাসিনা হঠাও আন্দোলনে ভুমিকা রেখেছে সে জন্য তাদের আমরা ধন্যবাদ জানায়। কিন্তু একটি কথা মনে রাখতে হবে সৈরাচার ফ্যাসিষ্ট হাসিনা হঠাও আন্দোলন ১৭ বছর ধরেই বিএনপি রাজপথে থেকে করেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে।
সরকারের উদ্দেশ্যে রেজা আহমেদ বাচ্চু বলেন, লন্ডনে আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে আগামী বছরের শুরুতে (ফেব্রুয়ারী-মার্চ) মাসের মধ্যে নির্বাচন হওয়ার যে কথা হয়েছে তা বাস্তবায়ন করুন। কারো ষড়যন্ত্রে নির্বাচন বানচালের করতে চাইলে বিএনপি বসে থাকবে না। বিএনপি আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
বিক্ষোভে উপস্থিত নেতাকর্মীর উদ্দেশে বাচ্চু মোল্লা বলেন, যে যা ষড়যন্ত্র করুক আপনারা বিএনপির নেতাকর্মীরা) নির্বাচনের প্রস্তুতি নিন। আপনারা মাঠে থাকেন। দৌলতপুরের মাঠি বিএনপির ঘাটি। আগামী নির্বাচনে দৌলতপুরের আসনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেয়া হবে।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ বিল্লাল হোসেনসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Print [1]