ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫ , আজকের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

দৌলতপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচিতে ভার্চুয়াল শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচিতে ভার্চুয়াল শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত

খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর (কুষ্টিয়া):
“জুলাই পুনর্জাগরণ: সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ” — এই জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ অনুষ্ঠান।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় দৌলতপুর উপজেলা সম্মেলন কক্ষে সরাসরি সম্প্রচার করা হয় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় শপথ অনুষ্ঠান। অনলাইন মাধ্যমে যুক্ত থেকে শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ। শপথে দুর্নীতি, বৈষম্য ও সহিংসতা থেকে মুক্ত একটি মানবিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

উপজেলা পর্যায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই ছিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান শেখ, মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম তুহিন, প্রকৌশলী আশরাফুল ইসলাম পুলক, ছাত্রনেতা পিয়াস, পারভেজ মোশারফ, রকি আহাম্মেদ, আব্দুল হালিম, আকাশ আহাম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধাভোগী সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জুলাই গণঅভ্যুত্থনের আহত ছাত্র ও নারী প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল অনুষ্ঠানটির বিশেষ দিক।