
ভেড়ামারায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সনদ বিতরণ
হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২২-২৩ সালের শিক্ষাবর্ষের ৩৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রে স্ট ও সনদ বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এর ২০২২-২৩ সালের ৩৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম নির্বাহী অফিসার ভেড়ামারা উপজেলা ।উল্লেখ্য ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি থেকে ১০ জন, এইচএসসি ১০ জন, মাদ্রাসা ১০ জন, ভোকেশনালসহ মোট ৩৭ জন কে ভেড়ামারা উপজেলা ভিত্তিক যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মেধাবী মনোনীত করে তাদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,শিক্ষাই জাতির মেরুদন্ড পৃথিবীতে সমস্ত কিছুর ভাগ বটোয়ারা হয় কিন্তু শিক্ষা কোন সময় ভাগ বাটোয়ারা হয় না। তোমরা আগামী দিনের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ ভালোভাবে লেখাপড়া করে ভালো মানুষ হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ভেড়ামারা, উপজেলা একাডেমী সুপারভাইজার জাহাঙ্গীর আলম প্রধান শিক্ষক বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আব্দুল হাই সিদ্দিকী প্রধান শিক্ষক হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, সালাউদ্দিন আহম্মেদ প্রধান শিক্ষক বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, এ কে রাজু আহমেদ প্রধান শিক্ষক জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয় , মাসুদ করিম সুপার ১২ মাইল দাখিল মাদ্রাসা, আসাদুল হক প্রধান শিক্ষক রহিমা আফসার মাধ্যমিক বিদ্যালয়, সহ অবিভাবক, সাংবাদিক, ও মেধাবী শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন।