ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ , আজকের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হতে যাচ্ছে ৯৭ একর জমিতে

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হতে যাচ্ছে ৯৭ একর জমিতে

 মোহাম্মদ আককাস আলী :
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে নওগাঁ সদর উপজেলার শালুকা, চকরামপুর ও পাথুরিয়া মৌজায় ৯৬ দশমিক ৮১ একর জমি অধিগ্রহণের জন্য প্রশাসনিক অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২৮ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাছানাত আলী জানান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত স্থানগুলোর সম্ভাব্যতা যাচাই শেষে শিক্ষা মন্ত্রণালয় জমি অধিগ্রহণের অনুমোদন দিয়েছে। আমরা সোমবার (২৮ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পেয়েছি। আপাতত ৯৬ দশমিক ৮১ একর জমি অধিগ্রহণ করা হবে। ক্যাম্পাসটি নওগাঁ পৌর শহর সংলগ্ন এলাকায় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এর আগে, ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন মন্ত্রিসভায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ’ নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বিলটি পাস হয়। পরবর্তীতে, ২০২৫ সালের ১৬ জানুয়ারি অন্তর্বর্তী সরকার বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে শুধুমাত্র ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ রাখে।
যদিও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই বছর পার হয়েছে এখনও পর্যন্ত শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রম শুরু হয়নি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এখনও সেসব কার্যক্রম শুরুর অনুমোদন দেয়নি। বর্তমানে প্রশাসনিক কার্যক্রম চলছে নওগাঁ শহরের মডেল টাউন এলাকার একটি ভাড়া ভবন থেকে।