
লালপুরে আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান সহ ৮ জনের ৩ দিনের রিমান্ড
এ জেড সুজন,
লালপুর(নাটোর)প্রতিনিধি:
গত ঈদুল ফিতরের দিন গুলি বর্ষণের ঘটনার মামলায় আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান সহ ৮ নেতাকর্মীকে কারাগার থেকে ৩ দিনের রিমান্ডে আনা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি থানা সূত্রে জানা গেছে। তারা হলো,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী,লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ হোসেন সরল সহ ৮ জন নেতাকর্মীকে রিমান্ডে থানায় আনা হয়েছে বলে জানা গেছে। লালপুর থানার ওসি মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
Print [1]