ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫ , আজকের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জয়রামপুরে দীঘিতে ডুবে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার — এলাকাজুড়ে শোক

জয়রামপুরে দীঘিতে ডুবে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার — এলাকাজুড়ে শোক

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামে দীঘিতে ডুবে নিখোঁজ হওয়া এক তরুণের করুণ মৃত্যুর ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। নিহত যুবক মোঃ শওকত রহমান (১৮), পিতা জিয়াউর রহমান, জয়রামপুর গ্রামেরই বাসিন্দা।

জানা গেছে, ০২ জুলাই বিকাল ৫:৩৫ মিনিটে তিনি স্থানীয় দীঘিতে গোসলে নেমে আর উপরে উঠেননি। স্থানীয়রা নিজেরাই প্রাথমিকভাবে উদ্ধার প্রচেষ্টা চালান, তবে কোনো সফলতা না আসায় তারা ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে খুলনা থেকে বিশেষ ডুবুরি ইউনিট রাতেই রওনা হয়ে ৩ আগস্ট সকাল ৫:৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মাত্র ৩ মিনিটের তৎপরতায় সকাল ৬:০০ টায় দীঘির তলদেশ থেকে শওকতের নিথর দেহ উদ্ধার করা হয়।

এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।
স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং ডুবুরি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নিহতের পরিবার।

স্থানীয়রা বলছেন, এমন দুর্ঘটনা এড়াতে দীঘি ও পুকুরপাড়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।