ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫ , আজকের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে মিরপুরে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে মিরপুরে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

হেলাল মজুমদার, কুষ্টিয়া:
জুলাইয়ের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় “৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে বিশাল আনন্দ র‍্যালি ও গণজামায়েতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টায় মিরপুর বাসস্ট্যান্ডের ঈগল চত্বরে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এরপর বর্ণাঢ্য র‍্যালি মিরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বলেন,

“গত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদ দেশের গণতন্ত্রকে দমন করেছে, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করতে দেয়নি। আজ মিরপুরবাসী সেই নিপীড়নের জবাব দিয়েছে রাজপথে নেমে। এ বিজয়ের দিনে আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের শপথ নিচ্ছি।”

তিনি আরও বলেন,

“দেশের প্রাকৃতিক সম্পদ আহরণ, নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানির ব্যবহারে আধুনিকায়ন প্রয়োজন। পাশাপাশি বেকার যুবকদের প্রশিক্ষণ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—কুতুব উদ্দিন আহমেদ, আহ্বায়ক, কুষ্টিয়া জেলা বিএনপি,ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপি, খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি, মিরপুর উপজেলা বিএনপি,

আব্দুর রশিদ, সভাপতি, মিরপুর পৌর বিএনপি, এনামুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক, মিরপুর উপজেলা বিএনপি, ইব্রাহিম আলী, সাধারণ সম্পাদক, মিরপুর পৌর বিএনপি

সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাজী খন্দকার টিপু সুলতান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সোহেল রানা ভূঁইয়া বাবুসহ স্থানীয় ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভা শেষে র‍্যালিতে বিপুল উৎসাহ ও শৃঙ্খলার মধ্য দিয়ে অংশ নেয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।