ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ঘোড়াঘাটে ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ঘোড়াঘাটে ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার আয়োজনে পৌরসভা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীদের সম্মাননা স্মারক-ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

বুধবার বিকেলে ঘোড়াঘাট পৌরসভা হলরুমে সহকারি প্রকৌশলী আনোয়ার পারভেজের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত হিসাবরক্ষক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  শহিদুল ইসলাম, ঘোড়াঘাট আর.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর আলম, নুরজাহানপুর অব. সামরিক কলোনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল খাঁন বকুল প্রমূখ। এছাড়াও শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এসময় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক  ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।