ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

লালপুরে তিন নারী চোর আটক

লালপুরে তিন নারী চোর আটক

এ জেড সুজন, লালপুর (নাটোর):নাটোরের লালপুরে অগ্রণী ব্যাংক গোপালপুর শাখা থেকে ফাতেমা নামের এক গ্রাহকের ব্যাগ থেকে ৩০ হাজার টাকা চুরির অভিযোগে তিন নারী চোরকে আটক করেছে পুলিশ।
রবিবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলা গোপালপুর শাখায় অগ্রণী ব্যাংক এঘটনা ঘটে বলে জানা গেছে।
আটককৃতরা হলেন, নাটোর সদর উপজেলার হালসা ও আওরা গ্রামের হাসি বেগম (২৫),আছিয়া বেগম (৪০) ও আলেয়া খাতুন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা নামে এক গ্রাহক ত্রিশ হাজার টাকা জমা দিতে এসে ভাউচার লেখার সময় ওই তিন নারী তার ব্যাগ থেকে গোপনে টাকা চুরি করে নেন। পরে ফাতেমা বুঝতে পেরে ব্যাংকের নিরাপত্তা প্রহরীদেরকে জানালে সিসি ক্যামেরা দেখে তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
লালপুর থানার ওসি মমিনুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।