ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ভেড়ামারায় বজ্রপাতে ২ জন কৃষকের মৃত্যু”

ভেড়ামারায় বজ্রপাতে ২ জন কৃষকের মৃত্যু”

হেলাল মজুমদার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বজ্রপাতে শামীম হোসেন (২৩) ও বিপুল (২৮)নামে  দুই জন  কৃষকের মৃত্যু হয়েছে।

পুলিশ ও হাসপাতাল  সূত্রে  জানা গেছে, মঙ্গলবার  ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের    ক্ষেমিরদিয়ার গ্রামের গোপীনাথপুর মাঠে জমিতে পানি দেওয়া সময আনুমানিক  বিকেল ৩ টার সময়  হঠাৎ বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের মজ্জেল হোসন এর পুত্র শামীম হোসেন( ২৩) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপর দিকে একই সময়ে জুনিয়াদহ  ইউনিয়নে নলুয়া গ্রামের  আব্দুল বারির পুত্র বিপুল( ২৮) পান বরজে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।।।।