
ভেড়ামারায় পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে আইমান (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে আইমানের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আইমান আড়কান্দি গ্রামের আব্দুল মমিনের ছেলে পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার স্কুল শেষে বাড়ি ফিরে বোনের সাইকেল নিয়ে বের হয়েছিল আইমান। এর পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি শিশুটিকে। অনেক খোঁজাখুঁজি পর শুক্রবার সকাল দশটার দিকে বাড়ির পাশে পুকুরে ডুবন্ত অবস্থায় হাতের আঙ্গুল পানির ওপরে দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুকুরে নেমে আইমানের লাশ উদ্ধার করে। সেই পুকুরের ভেতর থেকে ডুবা অবস্থায় পাওয়া গেছেআইমানের ব্যবহৃত সাইকেলটি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব তালুকদার বলেন, আজ সকালে পাশে এক পুকুর থেকে সাইকেল সহ বাচ্চাটির লাশ পাওয়া গেছে। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই।