
স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা
মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় শুক্রবার সকাল ১০ ঘটিার সময় উপজেলা পরিষদ মাঠে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনা মোতাবেক শুক্রবার দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্তর ঘোষনা দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক সরোয়ার ভূইয়া রুবেল।
উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক সরোয়ার ভূইয়া রুবেল। বিশেষ অতিথ হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মাহাবুব ফয়ারাজী, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, উপজেলা বিএনপির সভপতি আবদুল আলীম তালুকদার, সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু, যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, যুবদলের যুগ্ন আহবায়ক আল আমিন মেল্লা, যুবদলের সদস্য সচিব শামিম খান সহ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সভাস্থলে উপস্থিত ছিলেন
স্বচ্ছাসেবক দলের কর্মী ও সমর্থক গন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা উপলক্ষে সভাস্থল ছিলো নানা ব্যনার,ফেস্টুন ও মিছিলে মিছিলে কানায় কানায় পরিপূর্ণ। নেতাকর্মীদের মনে ছিলে আনন্দের উৎসবমুখর পরিবেশ। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। কর্মী সভায় বক্তারা বলেন ফ্যাসিস্ট সরকারের দূর শাসনে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা জেল,জুলুম ও নির্যাতনে স্বীকার হয়েছে। দলের জন্য সর্বোচ্চ ত্যাগস্বীকার করেছেন তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। দেশের জনগনের আশা-আকাঙ্ক্ষা পূরনে বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। দলের মধ্যে কোন বিশৃঙ্খলাকারী, মাদক সেবক, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটপাট কারীদের স্থান হবেনা। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক সরোয়ার ভূইয়া রুবেল বলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক আজ দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্তকরা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় স্বচ্ছাসেবক দলের সিদ্ধান্তে আহবায়ক কমিটি গঠন করা হবে এবং আগামী এক মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনে নির্দেশনা দেওয়া হবে ।